ময়মনসিংহের ফুলপুরে মালিঝি নদী থেকে উদ্ধার মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
ওই ব্যক্তির নাম ইব্রাহিম খলিল। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
ওসি জানান, ফুলপুরের বাইরাখালী এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। দুপুরের দিকে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। এই খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরে মৃত ব্যক্তির পরনের কাপড়, চশমা ও চাবি দেখে পরিচয় শনাক্ত করেন স্বজনরা।
স্বজনদের বরাতে তিনি বলেন, খলিল নিজ গ্রাম থেকে নকলায় শ্বশুরবাড়ি যেতে ৯ জুন বের হন। নৌপথে যাওয়ার সময় মালিঝি নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। নকলা এবং নালিতাবাড়ী থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করলেও তার আর সন্ধান পাননি।
প্রায় দুই সপ্তাহ পানির মধ্যে থাকা মরদেহটি ফুলে গেছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ফুলে ওঠা মরদেহ দেখে প্রথমে ধারণা করা হয়েছিল মৃত ব্যক্তির বয়স ৩৫ বছর। তবে মৃতের স্বজনরা জানিয়েছেন, খলিলের বয়স ৪৫ বছর। আমরা মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাইনি। ময়নাতদন্তের জন্য সেটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’