জামালপুরের ইসলামপুরে নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ আছে তার বান্ধবী।
উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর এলাকায় শিয়ালদহ নদীতে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত কিশোরীর নাম ইরশেদা আক্তার। সে নাপিতেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত। আর নিখোঁজ সায়লা পারভীন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান।
তিনি জানান, শুক্রবার দুপুরে একই এলাকার কয়েকজন কিশোরী বাড়ির পাশে শিয়ালদহ নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে ইরশেদা ও সায়লা স্রোতে ভেসে যায়। অন্য কিশোরীরা তাদের স্বজনদের খবর দিলে স্থানীয়রা গিয়ে ইরশেদার মরদেহ উদ্ধার করে।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, ইসলামপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সায়লাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।