নেত্রকোণার কেন্দুয়া ও কলমাকান্দায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
কেন্দুয়ার সাগুলী গ্রামে এবং কলমাকান্দার গুতুরা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় ও রাতে এ ঘটনাগুলো ঘটে।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন এবং কলমাকান্দা থানার ওসি (তদন্ত) খোকন কুমার দাস শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশুরা হলো কেন্দুয়ার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের আব্দুল আহাদ আলীর দুই বছরের ছেলে নাবিল ও কলমাকান্দার পোগলা ইউনিয়নের গুতুরা গ্রামের আশিক মিয়ার দেড় বছরের ছেলে মোহাম্মদ আলী।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন স্থানীয়দের বরাতে জানান, রাত ১০টার দিকে সবার অগোচরে বাড়ির উঠানে বন্যার পানিতে পড়ে যায় নাবিল। একপর্যায়ে পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্বজনরা তা উদ্ধার করে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার দাস স্থানীয়দের বরাতে জানান, সন্ধ্যায় মোহাম্মদ আলী ঘরের বারান্দায় একা খেলছিল। তাকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির উঠানে বন্যার পানি থেকে তাকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোণায় এ নিয়ে চলমান বন্যায় সাতজনের মৃত্যু হয়েছে।