পদ্মা সেতুর উদ্বোধনী আয়োজন নির্বিঘ্নে শেষ হওয়ার পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্তুষ্টি আসবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
একই সঙ্গে আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাৎক্ষণিকভাবে যেকোনো নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে বাহিনীগুলো প্রস্তুত আছে বলেও জানান তিনি।
পদ্মা সেতুর উদ্বোধনী আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে শুক্রবার দুপুরে মাওয়া প্রান্তে এ কথা জানান আইজিপি।
তিনি বলেন, ‘এই আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমার সন্তুষ্টি হবে আগামীকাল অনুষ্ঠান শেষ হওয়ার পর। সেই সন্তুষ্টি অর্জনের জন্য আমরা সবাই মিলে দায়িত্ব পালন করছি। আমরা সবাই মিলে চেষ্টা করছি যেন কালকের অনুষ্ঠানটি নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন হয়।’
‘এই আয়োজনে নিরাপত্তা ব্যবস্থায় যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা প্রতিনিয়ত বিশ্লেষণ করছি। নিরাপত্তার জন্য যখন যে ব্যবস্থা নেয়া প্রয়োজন আমরা তাই নিচ্ছি। এত বড় আয়োজনে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো ভ্যারিয়েবল, বিভিন্ন কারণেই চ্যালেঞ্জগুলো সুনির্দিষ্ট থাকে না। এখানে যেকোনো পরিস্থিতিতেই আমরা নিরাপত্তা নিশ্চিত করব- এটাই একমাত্র কথা। আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে।’
এর আগে পদ্মা সেতুর দুই প্রান্তের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।