বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা সেতু উদ্বোধনের দিন আম বেচাকেনা বন্ধ

  •    
  • ২৪ জুন, ২০২২ ১০:৪৮

সাপাহার আম আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি কার্তিক সাহা বলেন, ‘আমের মৌসুমে প্রতিদিন রাস্তায় প্রচুর জ্যাম থাকে। এর মধ্যে আনন্দ মিছিল হলে বিড়ম্বনা আরও বাড়তে পারে। এ কারণে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে আম বেচাকেনা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

উদ্বোধনের অপেক্ষায় বহু প্রতীক্ষিত পদ্মা সেতু। শনিবার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দিন নওগাঁর সাপাহারে আম বেচাকেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আম আড়ত ব্যবসায়ী সমিতি।

এদিন বাজারে আম না নিয়ে আসতে উপজেলাজুড়ে মাইকিং করা হচ্ছে।

জানা গেছে, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে সারা দেশে উৎসবের আমেজ দেখা গেছে। এর অংশ হিসেবে উপজেলায় বিভিন্ন মহলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হবে। সবাই উৎসবে শামিল হতে সারা দিন আম বেচাকেনা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সাপাহার আম আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি কার্তিক সাহা বলেন, ‘আমের মৌসুমে প্রতিদিন রাস্তায় প্রচুর জ্যাম থাকে। এর মধ্যে আনন্দ মিছিল হলে বিড়ম্বনা আরও বাড়তে পারে। এ কারণে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্থানীয় আওয়ামী লীগের নেতারা, আমচাষি ও ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী বলেন, ‘গত বুধবার উপজেলা পরিষদে খাদ্যমন্ত্রী, দলীয় নেতাকর্মী, আমচাষি ও ব্যবসায়ীরা মিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী দিনে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

‘এদিন আম বেচাকেনা হলে রাস্তায় যানজটের পাশাপাশি দুর্ভোগও বেড়ে যাবে। এ কারণে ওইদিন আম বেচাকেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।’

জানা যায়, জেলার সবচেয়ে বড় আমের বাজার সাপাহারে। প্রতি বছর মৌসুমে আমের আড়ত গড়ে ওঠে সেখানে। এ বছরও প্রায় দেড় শতাধিক আমের আড়ত আছে। সেখান থেকে আম দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। প্রতিদিন আমবোঝাই প্রায় ২০০টি ছোট-বড় ট্রাক উপজেলা ছেড়ে যায়। সে হিসাবে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ কোটি টাকার বেচাকেনা হয়।

এ বিভাগের আরো খবর