নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় এক পরিচ্ছন্নতাকর্মীর শিশুকে ধর্ষণের মামলায় রিকশাচালককে কারাগারে পাঠিয়েছে আদালত।
আসামিকে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে বুধবার ভোরে গ্রেপ্তার করা হয়।
আসামি বাচ্চু মিয়ার বাড়ি নরসিংদীর মাধবদী থানার শিবেরকান্দী গ্রামে। তিনি আড়াইহাজারে ভাড়া বাসা নিয়ে থাকেন, এলাকায় রিকশা চালান।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই শিশুর মায়ের করা মামলায় বাচ্চুকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার এজাহারের বরাতে জানান, ওই পরিচ্ছন্নতাকর্মী বুধবার রাত সাড়ে ১২টার দিকে মেয়েকে নিয়ে কাজে বের হন। মেয়েকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে বাজার পরিষ্কার করতে যান। সে সময় পূর্বপরিচিত রিকশাচালক বাচ্চু শিশুটিকে বাজারের দক্ষিণ পাশের মাঠে নিয়ে ধর্ষণ করে।
শিশুর মা মেয়েকে খুঁজতে খুঁজতে ওই মাঠে যান। সেখানে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। পরে মেয়েটি সবকিছু জানালে তিনি গিয়ে থানায় মামলা করেন।