বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা সেতুর উদ্বোধন: শিমুলিয়ায় ট্যুরিস্ট পুলিশের শোভাযাত্রা

  •    
  • ২৩ জুন, ২০২২ ২০:৪১

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর দেশ ও দেশের বাইরে থেকে যেসব ট্যুরিস্ট বা ভিজিটর আসবেন তাদের সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া ট্যুরিস্ট পুলিশের কাজ। সেতু এলাকার দুই প্রান্তে চারটি ট্যুরিস্ট পয়েন্ট আছে। এসব পয়েন্ট থেকে সঠিক গাইডলাইন, মেডিক্যাল সেবা প্রদান করা হবে।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় শোভাযাত্রা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে এ শোভাযাত্রা করা হয়।

শিমুলিয়া ঘাট এলাকা থেকে এটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় ঘাটে এসে শেষ হয়।

বাংলাবাজার ঘাট এলাকায় ২৫ জুন উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সভা সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপর। সমাবেশ সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ এই স্লোগানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। এ ছাড়া ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, সঞ্জয় কুমার কুণ্ড, মুন্সীগঞ্জ পদ্মা সেতু জোনের ইনর্চাজ শাহদাৎ হোসেন।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর দেশ ও দেশের বাইরে থেকে যেসব ট্যুরিস্ট বা ভিজিটররা আসবেন তাদের সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া ট্যুরিস্ট পুলিশের কাজ। সেতু এলাকার দুই প্রান্তে চারটি ট্যুরিস্ট পয়েন্ট আছে। এসব পয়েন্ট থেকে সঠিক গাইডলাইন, মেডিক্যাল সেবা প্রদান করা হবে।

এ বিভাগের আরো খবর