লন্ডন থেকে ঢাকা। আকাশপথে দেশে ফিরতে সব মিলিয়ে ১৬ ঘণ্টার মতো লাগত শরীয়তপুরের আনোয়ার হোসেন মৃধার।
ঢাকা নেমে পরবর্তী গন্তব্য শরীয়তপুরের নড়িয়া থানার দক্ষিণ চাকদহ গ্রাম। সব মিলিয়ে ১১৮ কিলোমিটারের বেশি পথ নয়। নৌপথে সেই দূরত্ব পাড়ি দিতে সময় লেগে যেত গোটা এক দিন, তবে এবার তার ঘরে ফেরা হবে অন্যরকম।
শরীয়তপুরের আনোয়ার হোসেনই শুধু নন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতুর আনন্দ স্পর্শ করেছে প্রতিটি প্রবাসী বাংলাদেশিকে।
যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত প্রতিটি এলাকা, প্রতিটি আড্ডায় এখন আলোচনার বিষয় পদ্মা সেতু। জল্পনা-কল্পনাতে ঠাঁই পাচ্ছে বিনিয়োগ, অর্থনীতি ও প্রায়োগিক দিকগুলো।লন্ডনে বসে স্বপ্নের পদ্মা সেতুর সম্ভাবনা নিয়ে হিসাব কষে ফেলেছেন প্রবাসী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তপন সাহা। তার মতে, পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের (বরিশাল-মাদারীপুর, শরীয়তপুর) মানুষজন খুব কম সময়ে ঢাকায় যাতায়াত করতে পারবেন।তিনি বলেন, ‘পদ্মা সেতুর কারণে মোংলা বন্দরের সঙ্গে ঢাকার দূরত্ব কমে যাবে। চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরতা কমে যাবে। ট্রান্স-এশিয়ান রেল যোগাযোগ স্বপ্ন দেখাচ্ছে। বরিশাল-শরীয়তপুরকে একদিন বিশ্ব তুলনা করবে সাংহাইয়ের সঙ্গে।’পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে তৈরি হওয়ায় বাংলাদেশকে বহন করতে হবে না সুদের বোঝা, তবে যুক্তরাজ্যপ্রবাসী ইনভেস্টমেন্ট ব্যাংকার মইনুল ওয়াদুদ এ বিষয়ে কিছুটা চিন্তিত।তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি সাফল্য। একই সঙ্গে মাথায় রাখতে হবে বিনিয়োগের বিষয়টি। সেতু নির্মাণে খরচ হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। বিপুল এই বিনিয়োগ তুলে আনার জন্য সঠিক ব্যবস্থাপনা ও পর্যাপ্ত মনিটরিং নিশ্চিত করতে হবে। টোলের বিপরীতে যে রাজস্ব আদায় হবে, তার পরিপূর্ণ সদ্ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দীর্ঘমেয়াদে।’যুক্তরাজ্যপ্রবাসী প্রকৌশলী শাহাদাৎ হোসেনের মুগ্ধতা সেতুর প্রযুক্তিগত দিকগুলোতে। তীব্র স্রোত ও গভীরতা সামলে যেসব অদম্য প্রকৌশলী দাঁড় করিয়েছেন স্বপ্নের সেতুকে, দূর থেকে তাদের টুপি খোলা অভিবাদন জানিয়েছেন তিনি।শাহাদাতের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি। সেখানে আগের চেয়ে অনেক কম সময়ে যেতে পারবেন। এই অনুভূতি বুঁদ করে রেখেছে শাহাদাৎকে।
তার আশা, বরিশাল-সদরঘাট লঞ্চযাত্রা নিয়ে প্রচলিত আলাপ আর টিপ্পনীর অবসান হবে এবার।জীবিকার তাগিদে ২২ বছর আগে দেশ ছাড়েন আনোয়ার হোসেন মৃধা। দীর্ঘ প্রবাসজীবনের মাঝেও দেশের জন্য তিনি দেখছেন নতুন দিনের সম্ভাবনা।