সোনার বাংলা প্রকল্প নামে কৃষি মন্ত্রণালয়ের কোনো প্রকল্প নেই বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
একটি অপরিচিত বেসরকারি সংস্থা কৃষি মন্ত্রণালয়ের নাম উল্লেখ করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পর বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়।
সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয়ের স্লোগান ‘কৃষিই সমৃদ্ধি’ ব্যবহার করা হয়েছে। এটি অনৈতিক এবং বেআইনি কাজ বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক লেনদেন করে প্রতারিত হলে কৃষি মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর বা সংস্থার কোনো কর্মকর্তা বা কর্মচারী দায়ী থাকবে না।
সম্প্রতি https://sites.google.com/view/sonarbanglap2022 ওয়েব পেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলা গড়ার লক্ষ্যে সাধারণ কৃষি উন্নয়ন সংস্থায় ‘সোনার বাংলা প্রকল্পে’ সারা দেশে মাঠ পর্যায়ে সম্পৃক্ত হয়ে কৃষকদের মাধ্যমে উন্নতমানের ধানের বীজ, সার ও পুষ্টিকর ফসল বীজ বিনা মূল্যে সরবরাহের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে অস্থায়ী চুক্তিভিত্তিক জনবল নিয়োগ প্রদান করা হবে। প্রাথমিকভাবে প্রকল্পের মেয়াদ ১০ বছর।’
নিয়োগ বিজ্ঞপ্তিতে ৬৪টি জেলার প্রতিটিতে একজন করে মনিটরিং অফিসার নিয়োগের কথা বলা হয়, যাদের বেতন ধরা হয়েছে ২৮ হাজার ৫০০ টাকা।
৪৯৫ জন প্রশিক্ষক নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে যাদের প্রতিজনের বেতন ধরা হয়েছে ২৪ হাজার ৫০০ টাকা।
মাঠ সহায়ক পদে ৪ হাজার ৫৭১টি পদে নিয়োগের কথা বলা হয়েছে যাদের বেতন উল্লেখ করা হয়েছে ২২ হাজার ৫০০ টাকা।
আগ্রহী প্রার্থীদের আগামী ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। জানানো হয়েছে, ধাপে ধাপে নিয়োগ দেয়া হবে।
কৃষি মন্ত্রণালয় বলছে, তাদের নিজস্ব তত্ত্বাবধানে, এমনকি কৃষি মন্ত্রণালয়ের অধীন ১৭টি দপ্তর বা সংস্থায় ‘সোনার বাংলা প্রকল্প’ নামে কোনো প্রকল্প বাস্তবায়নাধীন বা প্রক্রিয়াধীন পর্যায়ে নেই।