গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে রামদা হাতে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর দুই যুবককে আটক করেছে পুলিশ।
কাপাসিয়া থেকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক দুজন হলেন কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকার ২৪ বছর বয়সী মো. শুভ ও কাপাসিয়া ব্রিজ এলাকার ২৫ বছর বয়সী মো. মুন্না।
বুধবার বিকেলে ভাইরাল হওয়া ওই ৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, স্কুলের সামনে রামদা হাতে এক যুবককে আরেকজন থামানোর চেষ্টা করে। এরপর রামদা হাতে ওই যুবক স্কুলের পোশাক পরা ছাত্রকে থাপ্পড় মারে। কয়েকজন তাকে থামানোর চেষ্টা করে। পরে সেই যুবক সামনের দিকে ছুটে যায়।
এসআই মোশারফ বলেন, ‘এই ভিডিও ভাইরাল হওয়ার পর শুভ ও মুন্নাকে দুইটি রামদাসহ আটক করা হয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী। তাদের নামে আগেও থানায় মাদক ও চুরির মামলা আছে।
‘প্রাথমিকভাবে দুজন জানিয়েছেন, নিজেদের মধ্যেই তারা মারামারি করছিলেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’