সিলেট পুলিশের মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকায় ডাকাতি ঠেকাতে কঠোর নজরদারি চলছে। এমন অভিযোগ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
সুনামগঞ্জের পৌর ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ শেষে এ কথা বলেছেন তিনি।
সুনামগঞ্জ বন্যায় তলিয়ে যাওয়ার পর সেখানে ছড়িয়ে পরে ডাকাত আতঙ্ক।
ডিআইজি বলেন, ‘বানভাসী মানুষ অনেক কষ্টে আছে। আমরা বিচ্ছিন্নভাবে ডাকাতির কথা শুনেছি। সেজন্য পুলিশ অ্যাকশন নিয়েছে। আমরা ইতোমধ্যে নৌকা দিয়ে হাওরের প্রত্যন্ত এলাকা, হাটবাজার এবং আশ্রয়কেন্দ্রেগুলোতে টহল দিচ্ছি।
‘গরু-ছাগল ও মানুষের মূল্যবান সম্পদ যাতে চুরি না হয় সেজন্য সার্বিক নজরদারী বাড়িয়েছি। কেউ যদি এমন কোনো সংবাদ পান তাহলে ৯৯৯- এ অথবা নিকটস্থ থানায় ফোন করলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।’