রেলকে তথ্যপ্রযুক্তিতে আরও শক্তিশালী করে তুলতে শিগগিরই একটি আইটি বা তথ্যপ্রযুক্তি সেল যুক্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বুধবার রাজধানীর রেল ভবনে আসন্ন ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিসহ রেলের ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী এমন কথা জানান।
রেলমন্ত্রী বলেন, ‘রেলের টিকেটিং ব্যবস্থাসহ সবকিছু কীভাবে আধুনিকায়ন করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। আশা করছি খুব শিগগিরই রেলে একটি তথ্যপ্রযুক্তিভিত্তিক পরিবর্তন আমরা আনতে পারব। এটি আনতে পারলে রেল সেবায় একটি বড় ধরনের পরিবর্তন আসবে।’
খুব শিগগির রেলে আইটি সেল হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি আগামীতে তথ্যপ্রযুক্তিতে রেল অনেক বেশি দক্ষ হবে।’
ঈদযাত্রায় কেন পাঁচ দিন আগে টিকিট দেয়া হয়, তার আগে কেন দেয়া যায় না এমন প্রশ্নে রেলমন্ত্রী সুজন বলেন, ‘সে সক্ষমতা এখনও আমাদের নেই।’
ঈদে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে কী ব্যবস্থা নিচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস এবার এ ধরনের ঘটনা ঘটবে না। গতবার আমরা এ বিষয়টিকে শক্তভাবে হ্যান্ডেল করতে পারিনি।’
যদি কোনো ডিভাইস ব্যবহার করে রেলে কালোবাজারি হয়, সেটি খুঁজে বের করা হবে বলেও জানান মন্ত্রী।
সহজডটকমের লোকজন ট্রেনের টিকিট কালোবাজারি করছে এমন অভিযোগ নিয়ে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে সাফাই গেয়ে মন্ত্রী সুজন বলেন, ‘সহজ দায়িত্ব নিয়েছে অল্প সময়। তারা এমন কিছু লোককে ইনপুট করেছে যারা আগে সিএনএসবিডির হয়ে কাজ করত। সিএনএসের কিছু লোক এই টিকেটিং কাজে অভিজ্ঞ, এ জন্যই তাদের দায়িত্ব দেয়া হয়েছে। এমন একজন লোক যে আগে সিএনএসবিডিতে কাজ করত তাকে ধরা হয়েছিল।’