বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকা বিশ্রাম পাচ্ছে, বাতাসের মান ভালো হচ্ছে: মেয়র তাপস

  •    
  • ২২ জুন, ২০২২ ১৯:০৫

তাপস বলেন, ‘আজকের এই মুহূর্তে ঢাকা শহরের একিউআই ২০। মানে ঢাকার পরিবেশ এখন চমৎকার। কারণ আমরা ঢাকা শহরকে বিশ্রাম দেয়া আরম্ভ করেছি।’

রাত ৮টার পর ঢাকায় বিভিন্ন দোকানপাট ও শপিংমল বন্ধের প্রভাব পরিবেশে পড়তে শুরু করেছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন, ঢাকা শহরকে বিশ্রাম দেয়া শুরু হয়েছে। এখন বায়ুমানও ভালো হচ্ছে। এটি অর্থনীতির সূচকেও ভালো করবে।

বুধবার বিকেলে ডিআরইউ মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) ‘ডেঙ্গু রোগের প্রকোপ: আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, ‘আজকের এই মুহূর্তে ঢাকা শহরের একিউআই ২০। মানে ঢাকার পরিবেশ এখন চমৎকার। কারণ আমরা ঢাকা শহরকে বিশ্রাম দেয়া আরম্ভ করেছি।’

ঢাকা দক্ষিণ সিটিতে মশা নিধন কার্যক্রমের কথা উল্লেখ করে মেয়র বলেন, ‘মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আগে ভঙ্গুর ছিল। মশা বেড়ে গেলে পদক্ষেপ নেয়া হতো। আগে এটি নিয়ে বার্ষিক কর্মপরিকল্পনা ছিল না। আমরা এখন বিষয়টি বার্ষিক কর্মপরিকল্পনার মধ্যে এনেছি।’

মশা নিধন শুরু হলে কীটনাশক স্বল্পতাসহ নানা ধরনের খবরও উঠে এসেছে অতীতে। সে সম্পর্কে তাপস বলেন, ‘আগে মজুতের ব্যবস্থা ছিল না। এখন কীটনাশকের পূর্ণাঙ্গ মজুত আমাদের রয়েছে। ২০১৯ সাল থেকে সরকার সিটি করপোরেশনকে কীটনাশক কিনতে অনুমতি দেয়। এখন আমাদের কাছে ২০২৩ সালের জুন পর্যন্ত কীটনাশক মজুত রয়েছে।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘অপরিকল্পিত নগরায়ণের কারণে মশার জন্ম বেশি। জীববৈচিত্র্যের মাধ্যমে মশক নিয়ন্ত্রণ শূন্যের নিচে, যেমন তেলাপিয়া মাছ মশা খায়, কদমগাছে ফিঙে পাখি এসে কীটপতঙ্গ খায়। হাঁস দিয়ে মশা নির্মূল করা হচ্ছে। সে পানি পরিষ্কার রাখে। জলবায়ুর প্রভাবে এডিসের বিস্তারের আশঙ্কা রয়েছে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাসে থেমে থেমে বৃষ্টি হয়। শরৎ না এসে বর্ষা মৌসুম বিলম্ব হয়েছে। বৃষ্টি হলে এডিসের বিস্তার হবে।’

তাপস বলেন, ‘জনসম্পৃক্ততা ও জনসচেতনতা না থাকলে এডিস মশা নিধন সম্ভব নয়। এ জন্য ঢাকাবাসীর প্রথম করণীয় পানি জমতে না দিয়ে ফেলে দিতে হবে। প্রতিদিন জমা পানি ফেলে দিতে হবে। দ্বিতীয় করণীয় হচ্ছে, তথ্য দিতে হবে। তথ্য পেলে সেখানে ব্যবস্থা নেয়া সম্ভব হয়। আমরা সঠিক তথ্য সব সময় পাই না। কীটনাশক ও ব্লিচিং পাউডার ব্যবহার করলে সেখানে ১৫ দিন এডিসের কোনো জন্ম হবে না।’

তিনি বলেন, ‘২০২১ সালে ভ্রাম্যমাণ আদালত দিয়ে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মানুষের সচেতনতার চেয়ে সয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। জরিমানা কাজে আসছে না। মশক বাহিনীর লোকদের নাজেহাল ও অপমান করা হয়। এসব বিষয় আমাদের ক্ষতবিক্ষত করে।’

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট-আইপিডির নির্বাহী পরিচালক ড. আদিল মোহাম্মদ খান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, ডুরার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ী।

ড. কবিরুল বাশার বলেন, ‘লাইট পলিউশনের কারণে এডিসের চরিত্র পাল্টে গেছে। থেমে থেমে বৃষ্টি হলে এডিসের মাত্রা বেড়ে যায়। মশা মারার বাজেটে গবেষণায় বরাদ্দ নেই। কীটনাশকে এডিস নিয়ন্ত্রণ করা যায় না বরং পরিবেশগত পরিবর্তন প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা হচ্ছে, একক দেশে এককভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে। সিঙ্গাপুর ও ঢাকার সম্প্রসারণ প্রকৃতি পুরো আলাদা।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প এডিস মশার হটস্পটে পরিণত হয়েছে। ১৯৬০-এর দশকে এডিস বাহিত রোগ বা ঢাকা ফ্লিভার নামে চিহ্নিত করা হয়। দীর্ঘদিন জ্বরসহ বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের এখন জনসম্পৃক্ততা ও জনসচেতনতা প্রয়োজন।’

সংলাপে ড. আদিল মোহাম্মদ খান বলেন, ‘মহামারির কারণ মূলত নগরায়ণ সমস্যার ফলে। এসির কারণে ডেঙ্গু হচ্ছে সিঙ্গাপুরে। এ জন্য প্রয়োজন মুক্ত বাতাস ও এলাকা। বর্জ্য ব্যবস্থা ঠিক না হলে মশার জন্ম হবেই। কালভার্টে ডেঙ্গুর লার্ভার জন্ম হচ্ছে, এ জন্য নগরের বিল্ডিং কোড, ভলিয়ম, পরিকল্পিত নগরায়ণ প্রয়োজন। জলাশয়গুলো পরিচ্ছন্ন রাখতে হবে।’

সংলাপে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি ফজলে কাউসার বলেন, ‘আমরা ১ হাজার ৫০ জনবল নিয়ে কাজ করছি। ছাদবাগান মশার জন্মের উৎস হিসেবে বিষফোঁড়া হয়ে দাঁড়াচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর তিনটি ঝুঁকিপূর্ণ ও চারটি কম ঝুঁকিপূর্ণ ওয়ার্ড ঘোষণা করলে সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে। তিতাস, রেলওয়ে ও ওয়াসার বিভিন্ন স্থানে মশার লার্ভা জন্মের আদর্শ জায়গা বলেও চিহ্নিত করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর