নেত্রকোণায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইফতেখার উদ্দিন তালুকদার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিতের নাম বীরবল চৌহান। তার বাড়ি জেলা সদরের নাগড়া এলাকায়।
পিপি জানান, পারিবারিক কলহের জেরে ২০১৮ সালের ২৯ নভেম্বর পেঁয়াজ কাটার ছুরি দিয়ে কুপিয়ে স্ত্রী ঝুমা রানী দাসকে হত্যা করেন বীরবল। ঘটনার পর বীরবলকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
এ ঘটনায় নিহত ঝুমার মা হেনা রানী দাস বীরবলকে আসামি করে নেত্রকোণা মডেল থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর তদন্তে অভিযোগের সত্যতা পেলে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বুধবার আসামির উপস্থিতিতে এ রায় দেয় আদালত।