কুমিল্লার বুড়িচংয়ে বাসের চাকা ফেটে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে উল্টে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার গোবিন্দপুর এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ময়নামতী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা বাসটি উদ্ধারে রেকার পাঠিয়েছি। ঘণ্টাখানেক সময় লাগবে।’
তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
দুর্ঘটনাকবলিত পদ্মা এক্সপ্রেসের বাসটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে।
প্রত্যক্ষদর্শী আবদুর সবুর নিউজবাংলাকে জানান, তিনি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি চা দোকানে বসে ছিলেন। হঠাৎ করে কিছু ফেটে যাওয়ার বিকট শব্দ শোনেন। পরে তাকিয়ে দেখেন একটি বাস একপাশে প্রায় কাত হয়ে কিছুটা দূরে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে উল্টে যায়।
তিনি বলেন, ‘ওই সময় আমরা যারা উপস্থিত ছিলাম, তারা বাস থেকে আহতদের বের করে আনি। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’