বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামাতার বিরুদ্ধে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ জুন, ২০২২ ০৯:০৩

আজগরের ছোট ভাই আক্তার হোসেন জানান, সালাহউদ্দিন বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায়ই নির্যাতন করতেন। এ নিয়ে কয়েকবার সালিশও ডাকা হয়েছে। এরপরও নির্যাতন বন্ধ না হওয়ায় ১০ দিন আগে আজগর শিল্পীকে বাড়িতে নিয়ে এসে তালাকনামা পাঠিয়ে দেন। এ ঘটনায় সালাহউদ্দিন ক্ষুব্ধ হন।

সাতক্ষীরার দেবহাটায় জামাতার বিরুদ্ধে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

দেবহাটা উপজেলার মাটি কুমড়া গ্রামে মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

৫৫ বছর বয়সী নিহত আজগর আলীর বাড়ি মাটি কুমড়া গ্রামে। তিনি কৃষিকাজ করতেন।

আজগরের ছোট ভাই আক্তার হোসেন জানান, দুই বছর আগে আজগরের ছোট মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে খালাতো ভাই মো. সালাহউদ্দিনের বিয়ে হয়। সালাহউদ্দিনের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে।

সালাহউদ্দিন বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায়ই নির্যাতন করতেন। এ নিয়ে কয়েকবার সালিশও ডাকা হয়েছে। এরপরও নির্যাতন বন্ধ না হওয়ায় ১০ দিন আগে আজগর শিল্পীকে বাড়িতে নিয়ে এসে তালাকনামা পাঠিয়ে দেন।

আক্তার বলেন, ‘এ ঘটনায় সালাহউদ্দিন ক্ষুব্ধ হন। রবি ও সোমবার গভীর রাতে তাকে আমাদের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। কখনও গাছেও বসে থাকতে দেখা গেছে।

‘মঙ্গলবার রাত ১০টায় আমার ভাই ভাত খেয়ে ঘরের বারান্দায় মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে সালাহউদ্দিন মশারির ওপর দিয়েই তাকে কুপিয়ে চলে যান। গুরুতর অবস্থায় তাকে প্রথমে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তি না নেয়ায় নিয়ে যাওয়া হয় তাকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে।’

এই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে আজগরের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজগরের স্ত্রী মনোয়ারা খাতুন বলেন, ‘সালাহউদ্দিন ভারতে পালিয়ে যাওয়ার জন্য আগেই ভিসা নিয়ে রেখেছে। যেকোনো সময় সে ভোমরা বন্দর দিয়ে ভারতে পালিয়ে যেতে পারে। এখনই তাকে না ধরলে আর পাওয়া যাবে না।’

এ ঘটনার পর ২৫ বছর বয়সী সালাহউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর