দেশে বন্যা পরিস্থিতির মধ্যে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান করার সমালোচনা করেছেন একজন বিএনপি নেতা। বলেছেন, এসব জাতির সঙ্গে আওয়ামী লীগের প্রতারণা।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের চার দিন বাকি থাকতে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বন্যার্তদের সাহায্যার্থে এই সভার আয়োজন করা হয়।
আগামী শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। যান চলাচল শুরু হবে অবশ্য তার পর দিন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারে আসার পর নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এই সেতু নির্মাণ করাটা সরকার নিজের সাফল্য হিসেবে দেখছে।
দাতাদের সঙ্গে ঋণচুক্তি করার পরেও শেষ পর্যন্ত সরকার নিজ অর্থে এই সেতু করে এবং এটি নিজস্ব অর্থায়নে দেশের বৃহত্তম প্রকল্প। এই সেতুটি উদ্বোধনের দিন নদীর দুই তীরে ব্যাপক লোক সমাগমের ব্যবস্থা করা হয়েছে।
বিএনপি নেতা টুকু বলেন, ‘একদিকে সিলেটের মানুষ পানিবন্দি অবস্থায় কষ্ট করছে। কিন্তু আওয়ামী লীগ তাদের পাশে না দাঁড়িয়ে সেতু উদ্বোধনের জন্য টাকা খরচ করছে। শিল্পী আনছে, লেজার ব্যবস্থা করছে। এসব করে জাতীর সাথে প্রতারণা করছে আওয়ামী লীগ।’
নিজের টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করলে পয়সা দিয়ে উঠতে হবে কেন এমন প্রশ্নও রাখেন টুকু। বলেন, ‘সরকার জনগণকে বলছে নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করা হয়েছে। আর আওয়ামী লীগের নেতারা মনে করে তাদের পকেটের টাকা দিয়ে তৈরি হয়েছে। নিজেদের কোন টাকা; এদেশের ১৮ কোটি মানুষের টাকা। যে টাকা দিয়ে ব্রিজ করা হয়েছে এ ব্রিজের ভার যে কতদিন বইতে হবে বাংলাদেশের মানুষের সেটার কোনো ধারণা নেই।’
বিএনপি নেতা বলেন, এই সেতু থেকে সরকার কত টাকা আয় করবে এবং সে টাকা কোন কোন খাতে ব্যয় করবেন তা জানাতে হবে।...টাকাটা আমার, টাকাটা কারো বাপের নয়। রোজগার করবে ব্রিজ থেকে সে টাকা কোথায় ব্যয় করবেন সেটা আমাকে বলতে হবে।’
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘বিগত সময়গুলোতে দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় তৎপর ছিল বিএনপি। এবারও থাকবে। বন্যার্তদের সাহায্যে সকল সাংগঠনিক কাজ স্থগিত রাখা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানোকেই সাংগঠনিক ক্ষমতা বলে মনে করে বিএনপি।’
টুকু বলেন, বিএনপি জনগণের দল। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই দলটি বারবার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। পৃথিবীতে স্বাধীনতার ইতিহাস হয় পাতায় পাতায়, আর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হয় এক পাতায়। ৭ কোটি কম্বল এসেছিল, কিন্তু মরহুম শেখ মুজিবের কম্বল ছিল না। এরা চোরের দল, লুটেরার দল।
বন্যার্তদের সহায়তায় বিএনপি বৃহস্পতিবার লিফলেট বিলি করবে বলেও জানান টুকু। বলেন, ‘আমরা জনগণের নিকট থেকে টাকা সংগ্রহ করব। যে যা দেবে তা গুচ্ছিত করে আমারা বন্যার্তদের পাশে দাঁড়াব। এটা করার মূল কারণ হচ্ছে আমরা জনগণের দল।’
আলোচনায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক।