বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেপ্টেম্বরে আরও ৩ পথে নামছে নগর পরিবহনের ২০০ বাস

  •    
  • ২১ জুন, ২০২২ ১৮:০১

বিশৃঙ্খল নগর পরিবহনকে শৃঙ্খলাবদ্ধ করার পাশাপাশি ভাড়ায় নৈরাজ্য ঠেকানো ও যাত্রীদের মানসম্পন্ন সেবা নিশ্চিত করার ঘোষণা দিয়ে গত ২৬ ডিসেম্বর চালু হয় ঢাকা নগর পরিবহন। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে গুলিস্তান-মতিঝিল হয়ে চিটাগং রুট পর্যন্ত চলে এই বাস। ৫০টি বাস নিয়ে শুরু হওয়া এই সেবা পরে আরও বাড়ানোর ঘোষণা ছিল। কিন্তু বাসসংখ্যা গত ছয় মাসে উল্টো কমে গেছে। মেয়র তাপস জানান, ট্রান্স সিলভার বাসগুলো বন্ধ হয়ে গেছে। নতুন একটি কোম্পানি ২০টি বাস দেবে।

বাস রুট রেশনালাইজেশনের আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন তিন রুটে ঢাকা নগর পরিবহনের ২০০ নতুন বাস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে তিনি এই ঘোষণা দেন।

মেয়র জানান, ২২ নম্বর রুটে অভি মোটরসের ৫০টি, ২৩ নম্বর রুটে হানিফ এন্টারপ্রাইজের ১০০টি এবং ২৬ নম্বর রুটে বিআরটিসির ৫০টি ডাবল ডেকার বাস চলবে।

২২ নম্বর রুটটি হলো কেরানীগঞ্জের ঘাটারচর থেকে বসিলা, মোহাম্মদপুর আসাদ গেট, ফার্মগেট হয়ে শাহবাগ, ফকিরাপুল হয়ে মতিঝিল-টিকাটুলি দিয়ে যাত্রাবাড়ী হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত।

২৩ নম্বর রুটটি হবে ঘাটারচর থেকে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি হয়ে শ্যামলী দিয়ে কলাবাগান-সায়েন্স ল্যাব হয়ে শাহবাগ দিয়ে প্রেস ক্লাব, গুলিস্তান হয়ে দৈনিক বাংলা দিয়ে রাজারবাগ, কমলাপুর হয়ে ধলপুর দিয়ে শনির আখড়া হয়ে চিটাগং রোড পর্যন্ত।

২৬ নম্বর রুট হবে ঘাটারচর থেকে মোহাম্মদপুর-আসাদ গেট হয়ে কলাবাগান হয়ে নিউ মার্কেট দিয়ে আজিমপুর-পলাশী-চাঁনখারপুল ফ্লাইওভার হয়ে পোস্তগোলার কদমতলী পর্যন্ত।

এই বাস চালুর আগে ৩০ জুলাইয়ের মধ্যে যাত্রাপথগুলোতে যাত্রীছাউনি, বাস-বেসহ সব অবকাঠামো উন্নয়ন শেষ হবে বলেও আশাবাদী মেয়র।

নগরভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে রাজধানীর দুই মেয়র

বিশৃঙ্খল নগর পরিবহনকে শৃঙ্খলাবদ্ধ করার পাশাপাশি ভাড়ায় নৈরাজ্য ঠেকানো ও যাত্রীদের মানসম্পন্ন সেবা নিশ্চিত করার ঘোষণা দিয়ে গত ২৬ ডিসেম্বর চালু হয় ঢাকা নগর পরিবহন। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে গুলিস্তান-মতিঝিল হয়ে চিটাগং রুট পর্যন্ত চলে এই বাস।

৫০টি বাস নিয়ে শুরু হওয়া এই সেবা পরে আরও বাড়ানোর ঘোষণা ছিল। কিন্তু বাসসংখ্যা গত ছয় মাসে উল্টো কমে গেছে। যাত্রীরা এখন এই রুটে বাস পেতেই গলদঘর্ম হন। যাত্রীসেবার মান বৃদ্ধি নিয়ে যে আশাবাদ তৈরি হয়েছিল, তার কতটা পূরণ হয়েছে, তা নিয়েও আছে প্রশ্ন।

ঘাটারচর-কাঁচপুর রুটে বাস কমে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘ঢাকা নগর পরিবহন ঢাকাবাসীর কাছে সমাদৃত হয়েছে। একটি-দুটি বাস কমল বা বাড়ল- সেটা কিন্তু সাফল্যের নির্ণায়ক নয়। সফলতার বিষয় হচ্ছে, এই যাত্রাপথটি এখনও চালু রয়েছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রান্সসিলভা তাদের বাসগুলো সরিয়ে নিয়েছে। তারা নতুন আরও ২০টি বাস চালু করার আবেদন করেছিল কিন্তু আমরা তাদের নতুন করে আর অনুমোদন দেব না।’

এই রুটে জাহান এন্টারপ্রাইজ ২০টি বাস চালুর আবেদন করেছে জানিয়ে মেয়র বলেন, সেগুলো প্রস্তুত করা হয়েছে। সেই বাসগুলো এই যাত্রাপথে চালু করা হবে।

এই সভায় ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও। তিনি বলেন, ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলা ২১ নম্বর যাত্রাপথে ঢাকা নগর পরিবহন ছাড়া অন্য কোনো বাস চলবে না।

এক প্রশ্নের জবাবে মেয়র তাপস জানান, ঢাকা মহানগর ‍পুলিশের ট্রাফিক বিভাগ, বিআরটিএ এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সমন্বয়ে আগামী ১৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত যৌথ অভিযান চলবে। নগরীতে অবৈধভাবে চলা ১ হাজার ৬৪৬টি বাস শহরের যেখানে পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ‘শুধু দিনের বেলায় নয়, প্রয়োজনে আমরা রাতেও অভিযান পরিচালনা করব। তারা টার্মিনালে রাখলে টার্মিনালে থেকে খুঁজে বের করব, রাস্তায় রাখলে রাস্তার মধ্যে খুঁজে বের করব। কাউন্টারের পাশে রাখলে কাউন্টারের পাশ থেকে আমরা খুঁজে বের করব। চিরুনি অভিযান চালিয়ে এই ১ হাজার ৬৪৬টি বাস জব্দ করব, ধ্বংস করব।’

সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ সড়ক পরিবহন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান তাজুল ইসলাম, রাজউক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিবুর রহমান, গণপরিবহন বিশেষজ্ঞ এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর