বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বজ্রপাতে নওগাঁ ও মেহেরপুরে ৩ কৃষকের মৃত্যু

  •    
  • ২১ জুন, ২০২২ ১৭:৫৮

নওগাঁর মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, ‘দুপুরে বৃষ্টির মধ্যে মাঠে ধান রোপণ করছিলেন কৃষকরা। আকাশের অবস্থা দেখে তারা আশ্রয় নেয়ার জন্য চৌদ্দমাইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই জমসেদ ও দেহের মারা যান।’

নওগাঁর মান্দায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুইজন।

মৃতরা হলেন জমসেদ আলী ও দেহের আলী। তাদের বাড়ি উপজেলার নারায়ণপুর গ্রামে। আহতরা হলেন একই গ্রামের তৌহিদুল ইসলাম ও আসলাম হোসেন।

উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় মঙ্গলবার দুপুরে বজ্রপাতের এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।

তিনি বলেন, ‘দুপুরে বৃষ্টির মধ্যে মাঠে ধান রোপণ করছিলেন কৃষকরা। আকাশের অবস্থা দেখে তারা আশ্রয় নেয়ার জন্য চৌদ্দমাইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই জমসেদ ও দেহের মারা যান। আহত তৌহিদুল এবং আসলামকে সাবাইহাট তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়।’

দুপুরে মেহেরপুরের সদর উপজেলায় ব্রজপাতে মারা গেছেন এক কৃষক।

উপজেলার রাধাকান্তপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

মৃত কৃষকের নাম আবু বক্কর সিদ্দিক।

এসব তথ‍্য নিশ্চিত করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক বেলাল হোসেন সুমন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, আবু বক্কর বৃষ্টির মধ‍্যেই অন‍্য কৃষকদের সঙ্গে মাঠে আউশ ধান রোপণ করছিলেন। সে সময় বজ্রপাতে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরো খবর