নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাহাপুর এলাকায় কীটনাশক খেয়ে রেহেনা আক্তার নামের এক নারী ‘আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ করেছে পরিবার। রেহেনা আক্তারের বয়স ৩৫ বছর।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় রেহেনাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রেহানার ভাই তুহিন অভিযোগ করে বলেন, 'আমার বোনজামাই খোকন মিয়া জুয়া খেলতেন। তা নিয়ে আমার বোন ও তার মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। সে আমার বোনকে প্রায়ই মারধর করে। গতরাতে ঘরের কিছু জিনিসপত্র বন্ধক রেখে জুয়া খেলতে যাওয়ার সময় আমার বোন তার স্বামীকে বাধা দেয়। পরে দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বোনকে মারধর করেন খোকন। পরে আমার বোন কীটনাশক খেয়ে আত্মহত্যা করে।’
রেহেনার গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই থানার জগতপুর গ্রামে। তার বাবার নাম ইব্রাহিম খলিল। বর্তমানে সোনারগাঁওয়ের সাহাপুর এলাকার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। রেহানার দুটি ছেলে সন্তান রয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।