পাবনার বেড়ায় এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পাবনার সীমান্তবর্তী গোয়ালন্দ থানার রাখালগাছি গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৭০ বছরের আক্কাস আলী ঢালারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ধারাই গ্রামে তার বাড়ি।
ওসি বলেন, ‘আক্কাস আলী এক সময় চরমপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সরকারের আহবানে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
‘গোয়ালন্দ থানার রাখালগাছি এলাকায় একটি রাস্তা ভরাটের কাজ নিয়ে আক্কাস আলীর পূর্ব বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই মঙ্গলবার সকালে নদীর ওপার থেকে আসা দূর্বৃত্তরা তাকে হত্যা করেছে। আমিনপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।’
ওসি আরও বলেন, ‘যেহেতু ঘটনাস্থল গোয়ালন্দ থানার অন্তর্ভুক্ত, সে কারণে ওই থানার পুলিশ মরদেহ গ্রহণের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেবে। আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।’