দেশব্যাপী পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নির্বিঘ্ন করার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা পুলিশপ্রধান এ কথা বলেন। আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে।
হাফিজ আক্তার বলেন, ‘আর তিন দিন পর আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। সেতু উদ্বোধনের মূল অনুষ্ঠানসহ এই উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠান যেন নির্বিঘ্ন হয়, সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে।’
সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকায় পুলিশের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ‘এত বেশি বৃষ্টি হচ্ছে বন্যাকবলিত এলাকায় গলা পর্যন্ত পানি হয়ে গেছে। দুর্গত এলাকায় পুলিশও কাজ করছে, যাতে করে নির্বিঘ্নে ত্রাণ দেয়া যায়। এ ছাড়া বন্যাকবলিত এলাকায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য পুলিশ কাজ করছে।’