মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা নদীর ডুবোচরে আটকে পড়া ফেরি সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আইটি ৩৯৪ উদ্ধারকারী জাহাজের সহযোগিতায় সোমবার রাত ২টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরিটি উদ্ধারের পর আরিচা ফেরিঘাটে নিরাপদে নোঙর করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. খালেদ নেওয়াজ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার রাত সাড়ে ৭টার দিকে যাত্রী ও যানবাহন নিয়ে পাবনার কাজিরহাট থেকে আরিচার উদ্দেশে ছেড়ে আসে ফেরিটি। কিন্তু নদীতে তীব্র স্রোতের কারণে নৌপথের মূল চ্যানেলের মার্কিং থেকে সরে যায় এবং আরিচা ফেরিঘাটের অদূরে ডুবোচরে আটকে যায়।
‘পরে ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে যাত্রীদের নিরাপদে পাড়ে আনা হয়। এরপর ফেরি উদ্ধারের কাজ শুরু করা হয়। সাড়ে ৬ ঘণ্টার চেষ্টার পর রাত ২টার দিকে এটি উদ্ধার করে পাড়ে নোঙর করা হয়।’
ফেরির মাস্টার অফিসার মাসুদ পারভেজ বলেন, ‘ফেরিটিতে ১২টি পণ্যবাহী ট্রাক এবং বেশ কয়েকটি ছোট গাড়ি ছিল। রাতে ফেরিটি নোঙর করার পর সিরিয়াল অনুযায়ী এগুলো আনলোড করা হয়।’