বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটে কমবে বৃষ্টি, রাজধানী থাকবে মেঘলা

  •    
  • ২১ জুন, ২০২২ ১২:১২

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আগামী ২৪ ঘণ্টাই সিলেটে বৃষ্টি থাকবে, তবে পরিমাণে কম। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, তবে আকাশ মেঘলা থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত পরিমাণে কম হবে, তবে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, তবে আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক নিউজবাংলাকে বলেন, ‘আজকের পূর্বাভাসে দেখা যাচ্ছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বেশির ভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। যার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও অতিভারি বর্ষণের সম্ভাবনা আছে।

ঢাকায় আবহাওয়া কেমন থাকবে জানতে চাইলে তিনি বলেন, ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন কম, তেমনি হলেও অন্যান্য জায়গার চেয়ে বৃষ্টির পরিমাণ কম থাকবে। কিন্তু আকাশ মেঘলা থাকবে।

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম তবে আকাশ মেঘলা থাকবে। ফাইল ছবি

সিলেটে কেমন আবহাওয়া থাকবে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় সিলেটেও বৃষ্টি থাকবে, তবে পরিমাণে কম।

তিনি বলেন, ‘এখন বর্ষাকাল। বাতাসের আর্দ্রতা সব সময় ৯০-এর ওপরে থাকে। সে ক্ষেত্রে ব্যত্যয় হবে না।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি ধরনের ভারি থেকে ভারিবর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় বাতাসের গতি ও দিক হবে দক্ষিণ ও দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকাসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে আর বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

সিলেট ও সুনামগঞ্জের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। দুই জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা তলিয়ে গেছে পানিতে। সোমবার পর্যন্ত পানিবন্দি আছেন অন্তত ৪০ লাখ মানুষ। বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।

কিছু প্রাণহানির ঘটনাও শোনা গেছে, তবে বিদ্যুৎ, মোবাইল ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকার কারণে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের কাছেও সঠিক তথ্য নেই। এ সুযোগে প্রাণহানির সংখ্যা নিয়ে মনগড়া নানা তথ্য ভাইরাল হচ্ছে ফেসবুকে। এই বন্যায় দুই জেলায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে বলে নানা পোস্টে দাবি করা হচ্ছে।

সিলেটের জেলা প্রশাসক একজনের ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। আর সুনামগঞ্জের ছাতকের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন একজনের মৃত্যুর কথা। সে হিসাবে সোমবার পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তথ্য বলছে।

সিলেটে গত বুধবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। সেদিন বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। তলিয়ে যায় সিলেট নগরের বেশির ভাগ এলাকা।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। এই দুই উপজেলার প্রায় পুরোটাই পানিতে তলিয়ে গেছে। সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কও পানির নিচে। পানির কারণে শুক্রবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

দেশের প্রধান সব নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টাই এই বৃদ্ধি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত হয়েছে ১১টি জেলা। এসব এলাকায় ৯টি নদীর ১৯টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও উত্তরের জেলাগুলোতে পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। অতিভারি বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রামসহ পার্বত্য তিন জেলার নদ-নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) সোমবার এ তথ্য জানিয়েছে।

এ বিভাগের আরো খবর