বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

  •    
  • ২১ জুন, ২০২২ ০১:১৫

রূপসা থানার ওসি সরদার মোশারফ হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

খুলনার রূপসায় নিখোঁজের দুই দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে রূপসার ঘাটভোগ ইউনিয়নের গোয়ালবাড়ি চর গ্রামের একটি পানের বরজের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

১৪ বছর বয়সী ওই স্কুলছাত্রীর নাম মীম খাতুন। সে গোয়ালবাড়ি চর গ্রামের মন্টু ফকিরের মেয়ে ও স্থানীয় আনন্দনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এসব তথ্য নিশ্চিত করেছেন রূপসা থানার ওসি সরদার মোশারফ হোসেন।

তিনি জানান, শনিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মীম। সোমবার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

ওসি জানান, ৬ মাস আগে মীম একই এলাকার হোসাইন নামের এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে বাড়ি থেকে পালিয়েছিল। পরে ১৫ দিন পর আবার বাড়ি ফিরে আসে।

মীমের হত্যাকাণ্ডে হোসাইনের যোগসূত্র আছে কি না তদন্ত করতে তাকে আটক করা হয়েছে। রাতেই থানায় মামলা করা হবে।

এ বিভাগের আরো খবর