নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নলবাটা গ্রামে সোমবার ভোর ৫টার দিকে সংঘর্ষ হয়।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান।
আহত মনির হোসেনের চাচা আমির হোসেন অভিযোগ করেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাতিজা মনিরকে গুলি করেন আমিরগঞ্জ এলাকার সোহেল এবং রবি মেম্বারসহ কয়েকজন।’
আহতদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। ৩২ বছর বয়সী মনির হোসেনকে সার্জারি ওয়ার্ডে সকাল সাড়ে ১০টায় ভর্তি রাখা হয়। আহত অন্যরা নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
এএসআই আব্দুল খান বলেন, ‘নরসিংদী থেকে গুলিবিদ্ধ চার জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। মনির হোসেন ভর্তি আছেন। এ বিষয়ে রায়পুরা থানায় জানানো হয়েছে।’