যমুনা টিভির সাংবাদিক নূরনবী সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা স্থগিত করেছে হাইকোর্ট।
এর আগে এই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে আবেদন করা হয়। আবেদন শুনানি শেষে সোমবার বিচারপতি শেখ মো.জাকির হোসেন ও বিচারপতি আহমেদ সোহেল হাইকোর্ট বেঞ্চ মামলাটি স্থগিতের আদেশ দেয়।
আদালত রুল জারি করে ছয় মাসের জন্য মামলা স্থগিত করেছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম।
একটি সংবাদ প্রচারের জের ধরে মামলাটি করেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি। এই মামলায় গত ২১ মার্চ অভিযোগ গঠন করেন ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল।
এই পরিস্থিতিতে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন নূরনবী সরকার। মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
গত বছরের ৩ মে উপসচিব মাহবুব হাসান শাহীনের দুর্নীতি শিরোনামে একটি প্রতিবেদন যমুনা টেলিভিশনে প্রচারিত হয়। সেই প্রতিবেদন টেলিভিশনের ভেরিফায়েড ফেসবুক পেইজ ও ইউটিউব পেইজে একই সাথে প্রচার করা হয়।
সেই রিপোর্টের বিষয় ছিল, উপসচিব মাহবুব হাসান শাহীন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। সেই সঙ্গে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী, তিনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে সরকারি চাকরি করতে পারবেন না। তিনি বাংলাদেশ থেকে অর্থ দুর্নীতির মাধ্যমে আয় করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন।
মার্কিন পাসপোর্ট ব্যবহার করে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিত যাতায়াত করেন। একই সঙ্গে তিনি যোগ্যতা না থাকলেও প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। প্রকল্প পরিচালকের ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের সময় তিনি নিয়ম ভেঙ্গে ৪টি সরকারি গাড়ি ব্যবহার করতেন। উপসচিব মাহবুব হাসান শাহীন তখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে ‘রস্ক প্রকল্পে’ কর্মরত ছিলেন।
এই প্রতিবেদন প্রচারের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি তদন্ত কমিটি করে। কমিটির তদন্তে উপসচিব মাহবুব হাসান শাহীনকে রিপোর্টে উল্লেখিত অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।