বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিরসরাইয়ে ঝরনায় তলিয়ে দুই ছাত্রের মৃত্যু, নিখোঁজ ১

  •    
  • ২০ জুন, ২০২২ ২০:৩৬

তৌফিকের বন্ধু মেহেদী হাসান মাহি নিউজবাংলাকে বলেন, ‘তারা গতকাল সকাল ৭টায় বাসা থেকে ঝরনার উদ্দেশে বের হয়ে আর ফিরে না আসায় আন্টি আমাকে জানায়। ফেসবুকে নাপিত্ত্যাছড়া থেকে একটি মরদেহ উদ্ধারের ঘটনা দেখে মিরসরাই থানায় যোগাযোগ করে বুঝতে পারি এটা ইসতিয়াকের মরদেহ। তখন ফায়ার সার্ভিসকে জানাই।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বেড়াতে গিয়ে নাপিত্ত্যাছড়া ঝরনায় তলিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরেকজন।

মৃতরা হলেন হালিশহরের বি ব্লকের তানভীর মাসুদ ও তার ছোট ভাই তৌফিক মাসুদের বন্ধু মো. ইসতিয়াক। আর নিখোঁজ আছে তৌফিক।

মাসুদ পড়তেন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে। তার ছোট ভাই তৌফিক ও তৌফিকের বন্ধু ইসতিয়াক এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী।

তিনি বলেন, ‘তারা ঝরনায় গিয়েছিল রোববার সকালে। আমাদের ধারণা, বৃষ্টিতে ঝরনার পানি বেড়ে যাওয়ায় তারা তলিয়ে গেছে। রোববার সন্ধ্যায় একজনের মরদেহ পুলিশ উদ্ধার করে। তবে তখন তার পরিচয় জানা যায়নি। রোববার সন্ধ্যায় ছেলেরা বাড়ি ফিরে না গেলে তাদের পরিবার খোঁজ লাগায়। তৌফিকের এক বন্ধু বিষয়টি আমাদের জানালে মরদেহটি ইসতিয়াকের বলে আমরা নিশ্চিত হই।

‘এরপর উদ্ধার অভিযান শুরু হয়। সোমবার বিকেল ৫টায় ঘটনাস্থলের চার কিলোমিটার দূরে ঝরনার পানিপ্রবাহ থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। এখনও পাওয়া যায়নি তৌফিককে।’

তৌফিকের বন্ধু মেহেদী হাসান মাহি নিউজবাংলাকে বলেন, ‘তারা গতকাল সকাল ৭টায় বাসা থেকে ঝরনার উদ্দেশে বের হয়ে আর ফিরে না আসায় আন্টি আমাকে জানায়। ফেসবুকে নাপিত্ত্যাছড়া থেকে একটি মরদেহ উদ্ধারের ঘটনা দেখে মিরসরাই থানায় যোগাযোগ করে বুঝতে পারি এটা ইসতিয়াকের মরদেহ। তখন ফায়ার সার্ভিসকে জানাই। তারা আজ বিকেলে তানভীর ভাইয়ের মরদেহও উদ্ধার করছে।’

মিরসরাই থানায় ওসি মজিবুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘প্রথম মরদেহটি পাওয়া যায় গতকাল সন্ধ্যায়। তার শরীরে ছোট ছোট আঘাতের চিহ্ন আছে। তাই ধারণা করছি, ঝরনার ওপর থেকে পড়ে মারা গেছে। আবার এমনও হতে পারে যে প্রবল স্রোতে পাথরে ধাক্কা লেগে আঘাত পেয়েছে। শুরুতে পরিচয় পাওয়া না গেলেও পরে জানা যায় তার নাম ইসতিয়াক। ঝরনার কাছাকাছি তার মরদেহ পাওয়া যায়।

‘আজ ৫টার দিকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরেও ছোট ছোট আঘাতের চিহ্ন আছে। তবে মরদেহ ফুলে যাওয়ায় এখন খুব একটা বোঝা যাচ্ছে না। এখনও নিখোঁজ রয়েছে একজন। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর