ফ্লাইটের ভাড়া নির্ধারণ করতে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সব বেসরকারি এয়ারলাইনসকে সভায় ডেকেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার এ সভা হবে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়ালের সই করা এক নোটিশে এ তথ্য জানা গেছে। সভায় বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সভাপতিত্ব করবেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বেসরকারি নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকদের এই সভায় থাকতে বলা হয়েছে।
এর আগে গত রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিরুদ্ধে অসুস্থ প্রতিযোগিতার অভিযোগ তুলে এবং তার প্রতিকার চেয়ে বেসরকারি এয়ারলাইনসগুলো প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান একটি চিঠি দেয়। বেসরকারি এভিয়েশন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশেন অফ এভিয়েশন অপারেটরস বাংলাদেশের (এওএবি) চিঠির এক দিন পর এ ধরনের একটি সভার ডাক এলো।
এওএবির চিঠিতে বলা হয়, ‘ভর্তুকি দিয়ে টিকিটের দাম কমিয়ে বেসরকারি এয়ারলাইনসগুলোকে দাঁড়াতে দিচ্ছে না বিমান। একই সঙ্গে জেট ফুয়েল কেনাসহ বিভিন্ন সরকারি চার্জ পরিশোধের বিষয়েও বেসরকারি এয়ারলাইনসগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
বেসরকারি এয়ারলাইনসকে প্রতি বছর এওসি (এয়ার অপারেটর সার্টিফিকেট) নবায়নের সময় বেবিচকের সব ধরনের চার্জ নগদে পরিশোধ করতে হয়। নগদ অর্থের বিনিময়ে কিনতে হয় জ্বালানি তেল। অথচ বিমান বছরের পর বছর বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন চার্জ বাকি রেখে এবং পদ্মা অয়েলের কাছ থেকে বাকিতে জেট ফুয়েল কিনছে। এ দুই ক্ষেত্রেই বিমানের বিপরীতে বেসরকারি এয়ারলাইনসগুলো বৈষম্যের শিকার হচ্ছে।’