পদ্মা সেতু খালেদা জিয়া করতে চেয়েছিলেন, বিএনপির এমন বক্তব্য শতাব্দীর জঘন্যতম মিথ্যাচার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
পদ্মা সেতু উদ্বোধন সামনে রেখে রোববার দুপুরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
নাছিম বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া নাকি পদ্মা সেতু নির্মাণের কথা বলেছিলেন। এমন কথা শতাব্দীর জঘন্যতম মিথ্যাচার। পদ্মা সেতু নির্মাণের মূল সুর তুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কন্যা তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। পদ্মা সেতু হলো সক্ষমতার সেতু, এ নিয়ে অপপ্রচার চলছে। আমাদের এতে সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি, জামায়াতি আর ড. ইউনূসরা মিলে এখনও পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে অপপ্রচার ছড়াচ্ছেন। তারা কোনো কিছু করে ওঠার আগেই প্রতিরোধ করা হবে। প্রতিটি আওয়ামী লীগ কর্মীকে সচেতন থাকতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।’
২৫ জুন বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন ও জনসভা সফল করতে মাদারীপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা শুরু হয়।মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ মুন্সী, সিরাজ ফরাজি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, ইরশাদ হোসেন উজ্জ্বল ও বাবুল আক্তার।
সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে।