কিশোরগঞ্জের করিমগঞ্জে সাপের ছোবলে মো. আলাউদ্দিন নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় তার।
মৃত্যুর আগে আলাউদ্দিনকে নিয়ে দুই জেলার চারটি হাসপাতালে ঘুরেও ভ্যাকসিন পায়নি বলে অভিযোগ করেছে তার পরিবার।
৩৫ বছর বয়সী মো. আলাউদ্দিন করিমগঞ্জের দেহুন্দা এলাকার বাসিন্দা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে নরসুন্দা নদীতে গোসল করতে গেলে সাপ দংশন করে তাকে।
আলাউদ্দিনের স্ত্রী আছমা আক্তার নিউজবাংলাকে জানান, নরসুন্দা নদীতে গোসল করতে গেলে আলাউদ্দিনের ডান হাতের মধ্য আঙুলে ছোবল দেয় সাপ। এর পরপরই হাত বেঁধে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রায় ১ ঘণ্টা বসে থেকেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সাড়া পাননি তারা। একপর্যায়ে হাসপাতালের একজন নার্স এসে জানান, তাদের কাছে সাপে কাটার ভ্যাকসিন নেই।
তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আলাউদ্দিনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা। সেখানেও দুই ঘণ্টা অপেক্ষার পর জানতে পারেন এ হাসপাতালের সংগ্রহেও নেই সাপে কাটার ভ্যাকসিন।
পরে আলাউদ্দিনকে নিয়ে ওই হাসপাতাল ছেড়ে যান সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘণ্টাখানেক অপেক্ষার পর তাকে একটি স্যালাইন দেয়া হয়। এরপর করা হয় রক্ত পরীক্ষা।
পরীক্ষা শেষে সেখান থেকেও বলা হয় একই কথা। অর্থাৎ হাসপাতালের সংগ্রহে নেই ভ্যাকসিন। ভ্যাকসিন পেতে হলে যেতে হবে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আলাউদ্দিনের স্ত্রী জানান, বিকেল সাড়ে ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে তারা রওনা হন ময়মনসিংহের উদ্দেশে। সেখানে কিছু সময় অপেক্ষার পর সন্ধ্যা ৬টায় জরুরি বিভাগে নেয়া হয় রোগীকে। এরপর জানানো হয় ভ্যাকসিন দিতে হলে তাকে নিতে হবে আইসিউতে, কিন্তু হাসপাতালে কোনো আইসিউ ফাঁকা নেই। এরপর সাড়ে ৮টার দিকে মারা যান আলাউদ্দিন।
আছমা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আলাউদ্দিন। সাপে কাটার পর তাকে নিয়ে হাসপাতালে ঘুরে ঘুরে ১৮ হাজার টাকা খরচ হয়েছে।
তিনি বলেন, ‘টাকা খরচ হয়েছে, তাতে কোনো কষ্ট নাই। লোকটা বাঁচলে মনটাকে শান্তি দিতে পারতাম।’
করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়াদ শাহেদ রনি নিউজবাংলাকে বলেন, ‘ওই রোগী আমাদের হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জে রেফার করা হয়েছে। এই ক্ষেত্রে কোনো অবহেলা করা হয়নি।
‘আমাদের কাছে নতুন ভ্যাকসিন নেই। যেগুলো আছে সেগুলো মেয়াদোত্তীর্ণ। নতুন ভ্যাকসিনের জন্য আবেদন করা হয়েছে।’
মৃত্যুর আগে আলাউদ্দিন ভ্যাকসিন পাননি বলে পরিবার যে অভিযোগ করেছে, সে বিষয়ে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, জেলার ১৩ উপজেলার প্রতিটিতে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে।
আলাউদ্দিন ভ্যাকসিন পেলেন না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক সময় এমনও হয় ভ্যাকসিন দেয়ার পর আইসিইউর প্রয়োজন হয়, সেটা উপজেলা পর্যায়ে নেই, তবে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।’
রোগীকে সৈয়দ নজরুলে নেয়া হয়েছিল এবং পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। বিষয়টি স্মরণ করিয়ে দিলে সাইফুল বলেন, ‘অনেক সময় রোগীর অবস্থা গুরুতর হলে তাকে রেফার করা হয়।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। আমি খোঁজ নিচ্ছি। এ ক্ষেত্রে চিকিৎসকদের কোনো অবহেলা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’