বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রীর সামনে ছুরিকাঘাতে হত্যা

  •    
  • ২০ জুন, ২০২২ ১২:৪৬

নিহতের স্ত্রী রুপালী বেগম বলেন, ‘আমি ডাকাতদের হাতজোড় করে বললাম, সব নিয়ে যাও, আমার স্বামীকে মেরো না। পরে আরও দুইবার ছুরিকাঘাত করে, সঙ্গে সঙ্গে আমার স্বামী ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। একদিকে আমার স্বামীর রক্তাক্ত দেহ, অন্যদিকে আমার চোখের সামনে সোনাদানা টাকা-পয়সা লুট করে নিয়ে যায় ডাকাতরা।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বালিয়া এলাকায় একটি বাসায় ডাকাতদল হানা দেয়। এ সময় বাধা দেয়ায় স্ত্রীর সামনেই ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন মো. রফিকুল ইসলাম খান নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ।

রোববার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর সোমবার সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রুপালী বেগম বলেন, ‘আমার ছেলেরা ঢাকায় থাকে, আমরা স্বামী-স্ত্রী এই বাসায় থাকি। গত রাত সাড়ে ৩টার দিকে আমাদের বাসায় পাঁচজন ডাকাত ঢোকে। ঘরের ভেতরে ঢুকে মুখোশ পরা দুজন, পরে ছোরা বের করে আমাদের জিম্মি করে। তখন আমার স্বামী বাধা দেন। ডাকাতরা মুহূর্তে ছোড়া দিয়ে তার বুকে আঘাত করে।

‘আমি ডাকাতদের হাতজোড় করে বললাম সব নিয়ে যাও আমার স্বামীকে মেরো না। পরে আরও দুইবার ছুরিকাঘাত করে, সঙ্গে সঙ্গে আমার স্বামী ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। একদিকে আমার স্বামীর রক্তাক্ত দেহ, অন্যদিকে আমার চোখের সামনে সোনাদানা টাকা-পয়সা লুট করে নিয়ে যায় ডাকাতরা।’

পরে রক্তাক্ত অবস্থায় আমার স্বামীকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, 'আমাদের নিজ বাসা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বালিয়া গ্রামে।' তাদের সংসারে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা চার বছর আগে এই এলাকায় জায়গা কিনে ঘর তুলে বসবাস করে আসছি।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল খান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর