ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ফেনীতে মুহুরি নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে সোমবার সকাল ৮টার দিকে বাঁধ ভেঙে যায়।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘বাঁধ ভাঙার খবর শুনে আমাদের লোকজন ঘটনাস্থলে গেছে। সকালে পানি বিপৎসীমার নিচে ছিল। এখন ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কতখানি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটি এখনও নির্ধারণ করা যায়নি।’
নদীর পানি ঢুকে গেছে স্থানীয়দের বাড়িতে। ভেসে যাচ্ছে মাছের ঘের।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম রাজু বলেন, ‘শুধু এবার নয়, প্রতি বছর আমাদের এলাকা উজানের ঢল আর বৃষ্টিতে তলিয়ে যায়। এবারও শুরু হয়েছে। জানি না কত দিন পানি থাকবে আর আমাদের কপালে কত দুর্ভোগ আছে!’