বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহেশখালীতে পাহাড় ধসে শিশুর মৃত্যু

  •    
  • ১৯ জুন, ২০২২ ২৩:০৪

চেয়ারম্যান জানান, বিকেলে বাড়ি থেকে কিছু দূরে অফিসপাড়ার মোছাব্বর বর পাহাড়ঘেঁষা মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল রবিউল। সে সময় পাহাড়ের একটি অংশ ধসে পড়লে সে চাপা পড়ে।

চট্টগ্রামে পাহাড় ধসে চার প্রাণহানির ঘটনার দুদিন পরই কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে মারা গেছে এক শিশু।

উপজেলার কালামারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অফিসপাড়ায় রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

মৃত শিশুর নাম রবিউল হোসেন, বয়স ৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন কালামারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকেলে বাড়ি থেকে কিছু দূরে অফিসপাড়ার মোছাব্বর বর পাহাড়ঘেঁষা মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল রবিউল। সে সময় পাহাড়ের একটি অংশ ধসে পড়লে সে চাপা পড়ে। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুজি করতে থাকে। পরে তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে পাহাড়ের ধসে রবিউল চাপা পড়েছে।

এরপর রাত ৯টার দিকে মাটি চাপায় অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

চেয়ারম্যান তারেক বলেন, ‘পাহাড় ধসের ঘটনাটি শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছেলেটার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। পাশাপাশি পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।’

এর আগে গত শুক্রবার রাত ১টা থেকে ৩টার মধ্যে আকবরশাহ থানার বরিশাল ঘোনা ও ফয়েস লেকের বিজয়নগর এলাকার দুইটি পাহাড় ধসে পড়ে। এতে দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়। আহত হয় তিনজন।

ভারী বৃষ্টিপাত হওয়ায় শুক্রবার থেকেই চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং ও কোথাও কোথাও উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।

এ বিভাগের আরো খবর