ফেরি পারাপারে নতুন ভাড়া কার্যকর হয়েছে প্রধান দুই নৌপথসহ সারা দেশে।নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতদিয়া-পাটুরিয়া এবং শিমুলিয়া-মাঝিরকান্দি ঘাটসংশ্লিষ্টরা।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান নিউজবাংলাকে জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ফেরি ও যাত্রীবাহী জাহাজের ভাড়া বৃহস্পতিবার ২০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় নৌ-মন্ত্রণালয়। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার থেকে নতুন এই ভাড়া কার্যকর হয়েছে।
একই কথা জানান বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ। তিনি বলেন, সারা দেশে ফেরি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে এটি কার্যকর হয়েছে শিমুলিয়া ঘাটে।
ভাড়া বৃদ্ধির ঘোষণা অনুযায়ী, এক থেকে তিন টন পণ্যবাহী ছোট ট্রাক বা কাভার্ড ভ্যানের ভাড়া ৭৪০ থেকে বেড়ে ৯০০ টাকা হয়েছে।
তিন থেকে পাঁচ টনের ট্রাক ৮৮০ থেকে বেড়ে ১০৫০ টাকা, পাঁচ থেকে আট টনের ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানের ভাড়া ১০৬০ টাকা থেকে বেড়ে ১৩০০ টাকা এবং ৮ থেকে ১১ টনের ট্রাক ও লরির ভাড়া ১৪৬০ থেকে বেড়ে ১৭৫০ টাকা হয়েছে।এ ছাড়া মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ৮০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা করা হয়েছে।
ফেরির ভাড়া বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন পাটুরিয়া-দৌলতদিয়া রুটের বিভিন্ন যানবাহনের চালকরা। তারা জানান, ফেরি ভাড়া বৃদ্ধির কারণে গাড়ি ভাড়াও বাড়বে।
বাসচালক ইব্রাহিম মোল্লা বলেন, ‘আমরা সারা বছরই ভোগান্তি পোহাই। পদ্মা সেতু হওয়ায় এই রুটে যানবাহন ও যাত্রীর চাপ কমে যাবে। এখন ফেরির ভাড়া বাড়ালে আমাদেরও বাসের ভাড়া বাড়াতে হবে। এমনিই এখন তুলনামূলক যাত্রী কম।’
সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ট্রাকচালক হুসাইন আলী বলেন, ‘এখন সব কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আবার ফেরি ভাড়া বাড়লে আমাদের অতিরিক্ত আরও খরচ বেড়ে যাবে। শুনেছি প্রতি হাজারে ২০০ টাকা করে বেড়েছে ফেরির ভাড়া। আমাদের দিকটা দেখা উচিত সরকারের।’