লালমনিরহাটে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। তিস্তা ও ধরলা দুই নদীর পানিই এখন বিপৎসীমার ওপরে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লালমনিরহাট কার্যালয় জানায়, রোববার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার আট সেন্টিমিটার ও শিমুলবাড়ী পয়েন্টে ধরলার পানি ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে সদর উপজেলার খুনিয়াগাছ, গোকুন্ডা, মহিষখোচা, কাকিনার রুদ্রেশ্বর, শৈলমারী ও হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ও গড্ডিমারী ইউনিয়ন। এতে পানিবন্দি হয়ে পড়েছে এসব ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
ধরলার পানিতে ডুবেছে এর আশপাশের এলাকা। এসব এলাকার কয়েক হাজার মানুষও পানিবন্দি হয়ে পড়েছে।
পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা নিউজবাংলাকে বলেন, ‘শনিবার সারা দিন তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাতে পানি বাড়তে শুরু করে। এটি মূলত উজান থেকে আসা পানি।
‘ব্যারেজের ৪৪টি গেট খোলা আছে। আমরা ব্যারেজ এলাকার পরিস্থিতি সব সময় লক্ষ্য রাখছি।’
লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, শনিবার ধরলা নদীর পানি বিপৎসীমার আট সেন্টিমিটার ওপরে ছিল। পানি এখন আরও দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।