কোনো দলের সঙ্গে জোট নয়, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু।
শনিবার বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনাতনে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় তিনি এ ঘোষণা দেন।
চুন্নু বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে। আমরা কোনো দলের সঙ্গে জোট করব না। দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না। দুই দলের বাইরের অন্য দলকে মানুষ ক্ষমতায় দেখতে চায়। আর সে দল হলো জাতীয় পার্টি।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দুটোই এখন স্বৈরাচারী দল। বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আর আওয়ামী লীগের কাছ থেকে মানুষ সুবিধাবঞ্চিত হয়েছে। আওয়ামী লীগ সরকার ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশ মুসলিম লীগ হয়ে যাবে।’
জাপা মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছে। দেশে পাঁচ কোটি মানুষ বেকার। এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। দেশের মানুষ ভালো না থাকলেও আওয়ামী লীগরা ভালো আছেন।’
জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম আব্দুল মান্নান বর্ধিত সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক রেজাউল ইসলাম ভূইয়া, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির ও ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খাঁন।