চট্টগ্রামে নোঙর করা একটি বিদেশি তেলের ট্য়াংকারে কর্মরত দুই ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।
নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে ও শনিবার ভোরে তাদের মৃত্যু হয়। তবে আজ (শনিবার) বিকেলে বিষয়টি জানাজানি হয়। পারকীর চরের কাছাকাছি বঙ্গোপসাগরে নোঙর করা ট্যাংকারের টাংকি পর্যবেক্ষণে নেমে তারা অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান।
ওই দুই নাবিক হলেন ২৯ বছর বয়সী জিষ্ণু রাজ ও অখির শেখর।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের জোনাল কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহ আলম নিউজবাংলাকে বলেন, ‘নেদারল্যান্ডসের পতাকাবাহী নর্ড ম্যাজিক নামের ওই ট্যাংকার সয়াবিন তেল নিয়ে চট্টগ্রামে আসে ১৫ মার্চ। তেল খালাস করার পর শুক্রবার সকালে ট্যাংকারে নেমে গভীরতা মাপার চেষ্টা করলে দুজন অজ্ঞান হয়ে যান। তাদের উদ্ধার করে নগরীর ম্যাক্স হাসপাতালে পাঠাই।’
‘অনেক সময় খালি ট্যাংকারে গ্যাস তৈরি হয়। আমাদের ধারণা, ওই গ্যাসের কারণে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। ট্যাংকারে আরও ২৩ জন নাবিক-ক্রু রয়েছেন, তারা সুস্থ আছেন।’
পরিদর্শক মিজানুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য় মরদেহগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’