১০ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে।
হাসপাতালের বিদ্যুৎ সংযোগের সার্ভিস লাইনের তার চুরি হওয়ায় শুক্রবার রাত ৩টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
শনিবার বেলা দেড়টার দিকে স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ।
বিদ্যুৎ না থাকায় ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয় পুরো হাসপাতালে। টিকিট কাউন্টার, চিকিৎসক রুমসহ জরুরি বিভাগে মোমবাতি জ্বালিয়ে, এমনকি মোবাইলের আলো দিয়ে চিকিৎসাকাজ চালানো হয়।
জরুরি বিভাগে মোবাইল ফোনের আলো দিয়ে চার বছরের এক শিশুর ঠোঁট সেলাই করতে দেখা গেছে।
সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাইমিনুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ বিভাগ সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় বেলা দেড়টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। চুরির ব্যাপারে আমরা আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।’