চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ রোগীকে ছাড়পত্র দিয়েছে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
ছাড়পত্র পাওয়া দগ্ধ রোগীরা হলেন, ৪৭ বছর বয়সী ফারুক হোসেন, ১৬ বছরের ফারুক মিয়া, ৩২ বছরের মইনউদ্দিন, ৬৫ বছর বয়সী মাগফারুল ইসলাম, ৩২ বছরের মাসুম মিয়া ও ৩০ বছর বয়সী ফরমানুল ইসলাম।
এদের মধ্যে ফরমানুলের সর্বোচ্চ ৩০ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল।
শনিবার বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী সামন্ত লাল সেন দগ্ধদের ইনস্টিটিউট থেকে ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২১ জন দগ্ধ রোগীর মধ্যে ৬ জনকে চিকিৎসার পর ছাড়পত্র দেয়া হয়েছে।’
চিকিৎসা শেষে রোগীরা ছাড়পত্র পেযে হাসিমুখে হাসপাতাল ছেড়েছেন বলেও জানান তিনি।