বন্যার্তদের চিকিৎসাসেবা দিতে সারা দেশে ১৪০টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তারা প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে সেবা দেবে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য দেন।
তিনি বলেন, ‘বন্যাকবলিত মানুষদের চিকিৎসাসেবা দিতে সারা দেশে ১৪০টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তারা প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গিয়ে সেবা দেবে। সিলেটের জেলা ও উপজেলা নিয়ে একটি কমিটি গঠন হয়েছে। সেই কমিটিতে ডাক্তার, নার্স, সিভিল সার্জন, এসপি, ডিসি ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন। সব মিলিয়ে ঢাকায় একটি সমন্বয় কমিটি গঠন হয়েছে।
‘কমিটির সবাই কাজ করছেন। তারা স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবেলেটসহ চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাচ্ছেন। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা, স্পিডবোটসহ নানা বাহনে গিয়ে তারা মানুষকে সেবা দিচ্ছেন।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিলেটে বন্যার পাশাপাশি অনেক জেলা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে প্রত্যেক হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। পানি ঢুকে গেছে প্রতিটি হাসপাতালে এবং যাওয়া-আসার রাস্তাঘাট ডুবে গেছে। চিকিৎসা দেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।
‘ওসমানী মেডিক্যালে কলেজেও বন্যার পানি ঢুকেছে, সেখানে বিদ্যুৎ নেই। জেনারেটরের মাধ্যমে আমরা সেই হাসপাতালের কার্যক্রম চালু রেখেছি। প্রধানমন্ত্রী এসব বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন, খোঁজখবর রাখছেন।’
দেশে করোনা আবার বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস বিষয়ে আমাদের সজাগ হতে হবে। মাস্ক পরতে হবে এবং টিকা না নিলে অবশ্যই বুস্টার ডোজ নিয়ে নেবেন। যতটুকু পারেন, সাবধানে থাকবেন।’
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা মহিলা লীগের সভাপতি নিনা রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়া খাতুন, বর্তমান সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সংসদ সদস্য এ এম নাঈমূর রহমান দূর্জয় ও মমতাজ বেগম।