চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গোমস্তাপুরে শনিবার সকালে একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
২৬ বছরের ওই যুবকের নাম সুমন আলী। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামে।
গোমস্তাপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুমন সেনাবাহিনীতে চাকরি পেতে একই গ্রামের মো. সানাউল্লাহকে কয়েক লাখ টাকা দেন। চাকরি না হওয়া এবং সেই টাকা ফেরত না পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
সুমনের চাচাত ভাই আনসার আলী জানান, তার হতদরিদ্র দিনমজুর চাচার ছেলের চাকরির জন্য মাস চারেক আগে এক এনজিও থেকে লোন নিয়ে এবং কয়েকজনের কাছে ধার করে দালালকে টাকা দিয়েছিল। দালাল তাকে ভুয়া নিয়োগপত্রও দিয়েছিল। তবে যোগদান করতে গিয়ে ভুয়া নিয়োগপত্রের বিষয়টি সামনে আসে। এ নিয়ে চরম হতাশাগ্রস্ত ছিল সুমন। তিন ভাইবোনের মধ্যে সুমন সবার বড়।
এ ঘটনায় সুমনের বাবা আবুল কালাম আজাদ তিনজনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি প্রতারণা ও আত্মহত্যা প্ররোচনার মামলা করেছেন।
ওসি দিলিপ কুমার বলেন, ‘বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি আম বাগানে সুমন আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুমন কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে সানাউল্লাকে আটক করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
ওসি বলেন, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।