দলীয় রাজনীতির প্রভাবমুক্ত স্বাধীন বার প্রতিষ্ঠার দাবি উঠেছে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে শনিবার আয়োজিত গোল টেবিল বৈঠকে বক্তারা এমন দাবি তুলেছেন।
‘আইনের শাসন, গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ এবং স্বাধীন সুপ্রিমকোর্ট বার’ শীর্ষক এই গোল টেবিলের আয়োজন কর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি সংবিধান সংরক্ষণ কমিটি।
বৈঠকে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে আইনের শাসন, গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ, সুস্থ রাজনীতির জন্য স্বাধীন বার অপরিহার্য।
সুপ্রিমকোর্ট বারের প্রয়াত সাবেক সভাপতি শামসুল হক চৌধুরীকে স্মরণ করে বক্তারা বলেন, তার নেতৃত্বে আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সুপ্রিমকোর্ট বার জাতির বিবেক হিসেবে দায়িত্ব পালন করেছে। তখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার প্রাঙ্গণে আসতেন নানা বিষয়ে পরামর্শ করার জন্য। সেই সোনালী অতীতে আবার ফিরে যেতে সবাইকে সোচ্চার হতে হবে।
বক্তারা বলেন, আইনের শাসন, গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন সুপ্রিমকোর্ট বার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করতে সংশ্লিষ্টদের যার যার জায়গা থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
রাজনৈতিক দলের সমর্থনে সাদা ও নীল প্যানেলের ব্যানারে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) নির্বাচন বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সংগঠনটির সাধারণ সম্পাদক সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব অনুষ্ঠান সঞ্চালনা করেন। তিনি বলেন, আইনের শাসন, গণতন্ত্র ও স্বাধীন বিচার বিভাগের জন্য স্বাধীন সুপ্রিমকোর্ট বারের বিকল্প নেই। রাজনৈতিক প্যানেলের বৃত্ত থেকে বারের নির্বাচন মুক্ত করতে পারলেই স্বাধীন সুপ্রিমকোর্ট বার প্রতিষ্ঠা করা যাবে।
আয়োজক সংগঠনের সভাপতি শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে আরও বক্তব্য দেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট ফজলুর রাহমান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমির, অ্যাডভোকেট ড. রফিকুল ইসলাম মেহেদী, অ্যাডভোকেট জালাল উদ্দীন, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, মহসিন রশীদ, রাজনীতিবিদ জুনায়েদ সাকি, সুপ্রিমকোর্ট বারের সহ-সম্পাদক মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশরাফ প্রমুখ।
বৈঠকে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের নির্বাহী সভাপতি এ. বি. এম. রফিকুল হক তালুকদার রাজা।