ঠাকুরগাঁও সদরে দেড় কিলোমিটার রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করেছে একটি সামাজিক সংগঠন।
উপজেলার আকচা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে শনিবার দুপুর ১২টার দিকে সামাজিক সংগঠনটি আকচা তরুণ শক্তির ব্যানারে এ মানববন্ধন করে। এতে ওই গ্রামের দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে আকচা তরুণ শক্তির সভাপতি সুলতান মাহমুদ সৈকত বলেন, ‘দেশে উন্নয়ন হয়েছে। জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর রাস্তা পাকা হয়েছে। অথচ আমরা শহরঘেঁষা একটি এলাকায় থেকেও এতদিনে পাকা হয়নি। আমরা রাস্তাটি পাকা চাই।’
সংগঠনের সহসভাপতি আশরাফুজ্জামান বলেন, ‘৩৫ বছর ধরে শুনে আসছি রাস্তাটি পাকা হবে। কিন্তু বাস্তবতার সঙ্গে আমার ৩৫ বছরের শোনা কথার কোনো মিল পাইনি। এ এলাকায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বর্ষার সময় তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। অনেক সময় পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা ঘটে। এ ছাড়া কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস আসতে ব্যাহত হবে এ এলাকায়। রাস্তাটি পাকা করা এখন সময়ের দাবি।’
সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ‘স্বাধীনতার এত বছরেও গ্রামের পাঁচ হাজার মানুষের দুর্ভোগ কমাতে দেড় কিলোমিটার রাস্তা পাকা হয়নি। এটা স্থানীয় জনপ্রতিনিধিদের বৈষম্যের কারণে। শুধু ভোট এলে তারা প্রতিশ্রুতি দিয়ে যায়। আমরা আর প্রতিশ্রুতি শুনতে চাই না। আমরা রাস্তা পাকা চাই।’
স্থানীয় মনোয়ারা বেগম বলেন, ‘আমি একটি চায়ের দোকান করি এলাকার ভেতর। রাস্তাটি পাকা হলে এখানে আর্থসামাজিক উন্নয়ন হবে৷ রাস্তা পাকা না হওয়ার কারণে এলাকায় বহিরাগত কাস্টমার আসে না। আমরা রাস্তাটি পাকা চাই।’
দুর্ভোগ তুলে ধরে আকচা তরুণ শক্তির ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মুস্তাহিদ হোসেন বলেন, ‘১০ টাকার ভাড়া ৫০ টাকা দিলেও এখানে রিকশা আসতে চায় না। গোটা রাস্তা খালে ভরা। বর্ষার সময় প্রায় দুর্ঘটনা ঘটছে। গর্ভবতী ও অসুস্থ মানুষদের কথা চিন্তা করেই দ্রুত রাস্তাটি পাকা করার দাবি জানাই।’
এ ছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র, শিক্ষক, রাজনীতিকসহ গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মানববন্ধন শেষে আয়োজকরা জানান, রোববার সংশ্লিষ্ট সব দপ্তরে স্মারকলিপি দেবেন তারা।