বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্যার্তদের উদ্ধারে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

  •    
  • ১৮ জুন, ২০২২ ১৫:৫৫

ওসি শিবিরুল ইসলাম বলেন, শনিবার প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে। শুক্রবার বিকেলে চণ্ডীগড় ইউনিয়নের তেলাচী গ্রামে বন্যার্তদের উদ্ধারে গিয়ে তলিয়ে নিখোঁজ হন তিনি।
নেত্রকোণায় বন্যার্তদের উদ্ধারে গিয়ে ডুবে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের ২১ ঘণ্টা পর দুর্গাপুরের চণ্ডীগড় বিদ্যালয় এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। যুবক আক্কাস মিয়া দুর্গাপুর পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।তিনি জানান, শনিবার প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে। শুক্রবার বিকেলে চণ্ডীগড় ইউনিয়নের তেলাচী গ্রামে বন্যার্তদের উদ্ধারে গিয়ে তলিয়ে নিখোঁজ হন তিনি।তেলাচী গ্রামের আব্দুল বারেক বলেন, ‘বন্যায় আমার বাড়িঘর তলিয়ে গেছে। এ খবর শুনে শুক্রবার বিকেলে আমার আত্মীয় আক্কাস আরও কয়েকজনকে নিয়ে বাড়িতে আসছিলেন। পথে চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়ের সামনে তারা বন্যার পানির প্রবল স্রোতে ভেসে যান। এ সময় সঙ্গে থাকা তিনজন সাঁতার কেটে রক্ষা পেলেও আক্কাছ নিখোঁজ হন। পরে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেন।’ ওসি জানান, অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর