বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জলমগ্ন হাসপাতালে ভোগান্তিতে রোগীরা

  •    
  • ১৮ জুন, ২০২২ ১৫:০১

হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক নিউজবাংলাকে বলেন, ‘আমাদের নতুন বিল্ডিং তৈরি হয়েছে। আগামী মাসের মধ্যেই আমরা নতুন বিল্ডিংয়ে শিফট করব। পানি বৃহস্পতিবার থেকে কম বেশি আছে। একটু সমস্যা তো হচ্ছেই। তবে নিচ তলা থেকে সবকিছু সরিয়ে নিয়েছি আমরা।’

ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিচতলা জলমগ্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা।

বৃহস্পতিবার বিকেলে হওয়া বৃষ্টিতে হাসপাতালে পানি ঢুকে পড়ে। সেই পানি পুরোপরি নামার আগেই শুক্রবার থেমে থেমে বৃষ্টি হয়। এতে হাসপাতালের নিচ তলা তলিয়ে যায়।

পানি ঠেলে শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন অনেক রোগীরা।আকবার শহ এলাকা থেকে ৩ বছর বয়সী শিশুকে নিয়ে মা ও শিশু হাসপাতালে এসেছেন দেলোয়ারা বেগম।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমার ছেলের শ্বাসকষ্ট হওয়ায় বৃহস্পতিবার সকালে নিয়ে আসছি এখানে। এরপর বিকেলে বৃষ্টির কারণে হাসপাতালের নিচে পানি জমে৷ এরপর পানি আর কমেনি। বাইরে পানি না থাকলেও ভেতর থেকে আর পানি যায়নি। গতকাল রাতে বৃষ্টি হওয়ার পর পানি আরও বেড়েছে।’

হাসপাতালের কর্মচারী মো. রাকিব নিউজবাংলাকে বলেন, ‘এ পানি মূলত হাসপাতালের পেছনের খাল থেকে আসে। এখানে রোডে পানি নাই। তবে কাল রাতে পানি হয়েছিল।’

হাসপাতালের নিচ তলায় পানি জমার আগেই নিচতলার শিশু ওয়ার্ড, অভ্যর্থনা কক্ষ, বহির্বিভাগ, প্রশাসনিক বিভাগ ও ক্যানসার ইউনিট নতুন বিল্ডিংয়ে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক নুরুল হক।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমাদের নতুন বিল্ডিং তৈরি হয়েছে। আগামী মাসের মধ্যেই আমরা নতুন বিল্ডিংয়ে শিফট করব। পানি বৃহস্পতিবার থেকে কম বেশি আছে। একটু সমস্যা তো হচ্ছেই। তবে নিচ তলা থেকে সবকিছু সরিয়ে নিয়েছি আমরা।’

এ বিভাগের আরো খবর