গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকা ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় কখনও গুঁড়ি গুঁড়ি কখনও বা মুষলধারে বৃষ্টি হচ্ছে। সোমবার পর্যন্ত এমন বৃষ্টি হতে থাকবে; এর পরদিন মঙ্গলবার বৃষ্টি থামতে বা কমে যেতে পারে।
ঢাকা আবাহওয়া অফিসের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা শনিবার নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘শনিবার সারাদিন ও রাতে থেমে থেমে বৃষ্টি হবে। সারা দেশেই সোমবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। এর পর বৃষ্টি কমে আসবে।’
সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর দরিনা এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্ট্রগামের সন্দ্বীপে ২৩৯ মিলিমিটার। আর সবচেয়ে কম বরিশালের খেপুপাড়ায় হয়েছে এক মিলিমিটার বৃষ্টি।