বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্যার্তদের জন্য সেনাবাহিনীর টোল ফ্রি নম্বর

  •    
  • ১৮ জুন, ২০২২ ১৩:০০

নম্বরগুলোর মধ্যে রয়েছে গ্রামীণের 01769177266, 01769177267, 01769177268, রবির 01852788000, 01852798800, 01852804477, বাংলালিংকের 01987781144, 01993781144, 01995781144 এবং টেলিটকের 01513918096, 01513918097, 01513918098।

সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এ তথ্য জানিয়েছে।

উজান থেকে নেমে আসা ঢলে সিলেট ও সুনামগঞ্জ সদরসহ সব অঞ্চল প্লাবিত হয়েছে। দুই জেলাতেই খাদ্য, নিরাপদ পানিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। নিরাপদ স্থানে যেতে আকুতি বাড়ছে মানুষের।

বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্র। ফলে সিলেট ও পাশের সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে। মোবাইল ফোনের নিরবচ্ছিন্ন নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না ‍জেলা দুটিতে।

এমন পরিস্থিতিতে সিলেট-সুনামগঞ্জে উদ্ধার তৎপরতায় নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীও।

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনা মূল্যে সহায়তা দিতে টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে বলেছে সেনাবাহিনী।

নম্বরগুলোর মধ্যে রয়েছে গ্রামীণের 01769177266, 01769177267, 01769177268, রবির 01852788000, 01852798800, 01852804477, বাংলালিংকের 01987781144, 01993781144, 01995781144 এবং টেলিটকের 01513918096, 01513918097, 01513918098।

এ বিভাগের আরো খবর