বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধাক্কা দিয়ে কাভার্ড ভ্যানের চালক নিহত

  •    
  • ১৮ জুন, ২০২২ ১০:২৯

ওসি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি বাসস্ট্যান্ডে একটি কাভার্ড ভ্যান ময়মনসিংহগামী অন্য একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে চালক ভেতরে আটকা পড়েন।’

গাজীপুরের সদরে অপর কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়া কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন।

উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

৬০ বছর বয়সী নিহত শামসুল হক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের ওলিউল্লাহর ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ওসি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি বাসস্ট্যান্ডে একটি কাভার্ড ভ্যান ময়মনসিংহগামী অন্য একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে চালক ভেতরে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা কাভার্ড ভ্যানটি কেটে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

‘দুর্ঘটনার পর পর সামনের কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। কাভার্ড ভ্যান দুটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর