বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কারখানার দেয়াল ধসে পথচারী নিহত

  •    
  • ১৭ জুন, ২০২২ ১৯:২৩

প্রত্যক্ষদর্শী আবু বকর সিদ্দিক জানান, জুলফার বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার পেছনের সীমানাপ্রাচীরের দেয়ালটি ছিল পুরোনো। বাঁশ দিয়ে আড় বেঁধে রাখা হয়েছিল দেয়ালটিকে। এর পাশের সড়ক দিয়ে স্থানীয়রা যাতায়াত করতেন।

গাজীপুরের শ্রীপুরে কারখানার জীর্ণ দেয়াল ধসে এক পথচারী নিহত হয়েছেন।

উপজেলার নয়নপুর এলাকায় শুক্রবার বেলা দেড়টার দিকে জুলফার বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার দেয়াল ধসে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ ভুঁইয়া নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. ফরিদের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কুড়িপাড়া গ্রামে। তিনি শ্রীপুরের নয়নপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন, কাজ করতেন স্থানীয় একটি কারখানায়।

প্রত্যক্ষদর্শী আবু বকর সিদ্দিক জানান, জুলফার বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার পেছনের সীমানাপ্রাচীরের দেয়ালটি ছিল পুরোনো। বাঁশ দিয়ে আড় বেঁধে রাখা হয়েছিল দেয়ালটিকে। এর পাশের সড়ক দিয়ে স্থানীয়রা যাতায়াত করতেন।

তিনি আরও জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে ওই সড়কের পথচারীদের ওপর ভেঙে পড়ে দেয়ালটি। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। ফরিদের অবস্থা গুরুতর থাকায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে ধসে যাওয়া ৪০ ফুট লম্বা দেয়ালটি মেশিন দিয়ে টুকরো টুকরো করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর